দল ফাইনালে উঠলে দুবাই যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ দল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠলে ম্যাচটি দেখতে দুবাই উড়ে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমনই তথ্য দিয়েছে জিও নিউজ।

১১ নভেম্বর টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। এ ম্যাচের বিজয়ী দল ১৪ নভেম্বর ফাইনাল খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে।

১০ নভেম্বর রাতে আসরের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে নাম লিখিয়েছে নিউজিল্যান্ড।

জিও নিউজের সূত্র আরও বলছে, পাকিস্তান ফাইনালে উঠলে, দুবাইতে যাবার জন্য ইমরানকে অনুরোধ করেছেন দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী। দুবাই সফর নিয়ে পরিকল্পনাও করছে পাকিস্তান সরকার। তবে সবকিছুই নির্ভর করবে আজকের ম্যাচের উপর।

ফাওয়াদ বলেন, ‘পাকিস্তান-অস্ট্রেলিয়া, দু’টি শক্তিশালী দল। পাকিস্তান দারুন পারফরমেন্স প্রদর্শন করছে। যা খুব কমই দেখা যায়।’

সুপার টুয়েলভে গ্রুপ পর্বে পাঁচ ম্যাচের সবগুলো জিতে সেমিফাইনালে উঠে পাকিস্তান। ভারত-নিউজিল্যান্ড-আফগানিস্তান-স্কটল্যান্ড ও নামিবিয়াকে হারায় পাকিস্তান।