শ্রীবরদীতে বন্যহাতির মরদেহ উদ্ধার

শ্রীবরদীতে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হয়। ছবি: বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি, বাংলারচিঠিডটকম: শেরপুরের শ্রীবরদী উপজেলার পাহাড়ি বনাঞ্চল বালিঝুড়ি রেঞ্জের মালাকোচা এলাকায় একটি বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে শেরপুর বন বিভাগ। কয়েক দিন ধরেই সীমান্তে ব্যাপক হাতির উপদ্রপ বেড়েছে।

প্রতক্ষদর্শীরা জানায়, হাতিটি আনুমানিক রাত তিনটার দিকে সংরক্ষিত বনাঞ্চলে প্রবেশ করে সবজির বাগান ধ্বংস করছিল। বন বিভাগের ধারণা সবজির বাগান রক্ষায় বাগানের চারদিক বিদ্যুতায়িত করা তারে বৈদুতিক শকে হাতিটি মারা যেতে পারে। মৃত ওই পুরুষ হাতিটির বয়স ২৫/৩০ হতে পারে।

বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম জানিয়েছেন, ৯ নভেম্বর সকালের দিকে ওই মৃত হাতিটি উদ্ধার করা হয়েছে। বাগান রক্ষার জন্য স্থাপিত বৈদ্যুতিক জিআই তারে জড়িয়ে বৈদ্যুতিক শকে হাতি মারা যেতে পারে। হাতির মরদেহ ময়না তদন্ত করা হবে এবং মৃত্যুর আসল ঘটনা জানা যাবে।