গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫২ হাসপাতালে ভর্তি

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় ১০৮ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ৪৪ জন।

৩০ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ৭৯০ জন।

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৩ হাজার ৫০৯ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২২ হাজার ৬২৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছে।

এরমধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৬৩৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৫১ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯১ জন।