বকশীগঞ্জে অবৈধ পলিথিন সংরক্ষণ করায় ভ্রাম্যমাণ আদালতে একজনকে জরিমানা

উদ্ধার অবৈধ পলিথিন। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর বাজার এলাকায় অবৈধ পলিথিন সংরক্ষণ করায় ৪ অক্টোবর বিকালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে পাপ্পু খান (২২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই এলাকারই মৃত আবুল কাশেমের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, ঘটিকায় র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে ও অতিরিক্ত পুলিশ সুপার মৃনাল কান্তি সাহার উপস্থিতে ৪ অক্টোবর বিকাল তিনটার দিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলার উত্তর বাজার এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ পলিথিনসহ পাপ্পু খানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম বকশীগঞ্জ এসিল্যান্ড স্নিগ্ধা দাস ওই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ ধারা ১৫ এর ৬(ক) ধারায় তাকে এ জরিমানা করা হয়।