দেওয়ানগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে থানায় মতবিনিময় সভা

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান। ছবি: বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ ( জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ দেওয়ানগঞ্জ মডেল থানার আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ অক্টোবর সকালে দেওয়ানগঞ্জ মডেল থানার মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওসি মুহাম্মদ মহব্বত কবীর। ছবি: বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শ্যামল সাহা, ওসি তদন্ত আনছার উদ্দিন, উপজেলা পূজা পরিষদের সভাপতি জীতেন্দ্র চন্দ, সাধারণ সম্পাদক মদন মোহন ঘোষ, বীর মুক্তিযোদ্ধা প্রফুল্ল রায় কমল কৃষ্ণ সাহা প্রমুখ।

মতবিনিময় সভায় জানা গেছে, এবার উপজেলার ২১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় উপজেলার ২১টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।