ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে কন্যা শিশু দিবস পালিত

কন্যা শিশু দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্ট্রমি ফাউন্ডেশন বাংলাদেশ এর অর্থায়নে উন্নয়ন সংঘ বাস্তবায়িত সিডস প্রকল্পের আওতায় ৩০ সেপ্টেম্বর জামালপুরের ইসলামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। উপজেলার কুলকান্দি ইউনিয়নের আঠিয়ামারী গ্রামের রংধনু কিশোরী সংলাপ ও কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয়ের সূর্যমুখী সংলাপ ফোরামের কিশোরীদের নিয়ে জাতীয় শিশু কন্যা দিবস পালন করা হয়। এবারের শিশু কন্যা দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আমরা কন্যা শিশু, প্রযুক্তিতে হবো সমৃদ্ধ, ডিজিটাল বাংলাদেশ গড়বো’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হব বাবু এবং মহিলা মেম্বার জয়গন বেগমসহ ওয়ার্ড কমিটির সদস্য, এসআরজির সদস্য ও সিডস প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো. শওকত উসমান।

অনুষ্ঠানে বেলগাছা ইউনিয়নের কিশোরী জাগরণ সংলাপ, সপ্নের ঠিকানা কিশোরী সংলাপ, মন্নিয়া হাই স্কুলে কিশোরী কণ্ঠ সংলাপ, সাপধরী ইউনিয়নের প্রজাপতি গ্রামে প্রজাতি সংলাপ ফোরাম ও ভোরের আলো সংলাপ ফোরামে দিবসটি যথাযথ মর্যাদায় পালন করা হয়।

একই প্রকল্পের আওতায় দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় যথাযোগ্যভাবে দিবসটি পালন করা হয়।