মুজিব শতবর্ষ উপলক্ষে জাঁকজমকপূর্ণভাবে শেরপুরে প্রথম দাবা লিগ শুরু হচ্ছে

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

শেরপুর জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে দাবা লিগ। বাংলাদেশ দাবা ফেডারেশনের অনুপ্রেরণা ও জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির আয়োজনে আগামী ২০ সেপ্টেম্বর থেকে জাঁকজমকপূর্ণভাবে শুরু হবে জেলা দাবা লিগের খেলা।

মুজিব শতবর্ষ জেলা দাবা লিগ-২০২১ নামে প্রথম বিভাগের মর্যাদাপ্রাপ্ত দাবা লিগের স্পন্সর হিসেবে রয়েছে শেরপুরের জেএন্ডএস গ্রুপের অঙ্গ ও সহযোগী প্রতিষ্ঠান আবেদীন হাসপাতাল।

প্রথমবার আয়োজিত জেলা দাবা লিগে জেলার সদর উপজেলাসহ নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদীর বিভিন্ন ক্লাব-সংস্থা অংশগ্রহণ করছে বলে জানিয়েছে জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সম্পাদক ও গণমাধ্যমকর্মী হাকিম বাবুল।

তিনি জানান, বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি পুলিশের মহাপরিদর্শক দেশে দাবা খেলার বিপ্লব ঘটাতে প্রথমবারের মতো জেলা দাবা লিগ চালুর উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় জেলা পুলিশের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুর জেলাতেও দাবা লিগের আয়োজন করা হয়েছে।

খেলায় প্রতিটি দলে পাঁচজন করে দাবা খেলোয়াড় রেজিস্ট্রেশন করে প্রতিদিন ৪টি বোর্ডে চারজন করে খেলোয়াড় খেলায় অংশ নেবে। ম্যাচ পয়েন্টের ভিত্তিতে চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের মিলনায়তনে লিগের খেলাগুলো অনুষ্ঠিত হবে।

খেলায় দলগুলোর জন্য প্রাইজমানি ছাড়াও চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হবে। ইতোমধ্যে খেলোয়াড় ও ক্লাব কর্মকর্তাদের সাথে বৈঠকে ৬টি দলকে চ‚ড়ান্ত করা হয়েছে।

এদিকে, দাবা লিগ সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তিন সদস্যের একটি উপদেষ্টা পরিষদ এবং ১১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরীকে প্রধান করে উপদেষ্টা পরিষদের অন্য দুই উপদেষ্টা হলেন- জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম এবং স্পন্সর জেএন্ডএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদুজ্জামান সাদী।

জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবলুকে আহ্বায়ক এবং সম্পাদক হাকিম বাবুলকে সমন্বয়কারী করে গঠিত হয়েছে লিগ পরিচালনা কমিটি। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- জেলা পুলিশের ডিএসবি ডিআইওয়ান আবুল বাশার মিয়া, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, খন্দকার নজরুল ইসলাম, খোরশেদ আলম, সৈয়দ রবিউল করিম মনি, ফরিদ আহম্মেদ লুলু, তৌহিদুর রহমান পাপ্পু, সাদেকুর রহমান ও আব্দুস সবুর।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম বলেন, জেলায় প্রথমবারের মতো দাবা লিগ হতে যাচ্ছে। তাছাড়া করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ের ক্রীড়াঙ্গনে স্থবিরতা কাটিয়ে খেলাধুলার আয়োজন হচ্ছে। আমরা আয়োজনটিকে যথাসম্ভব উৎসবমুখর এবং প্রাণবন্ত করতে চেষ্টা করবো।

জেলা দাবা লিগ আয়োজনের প্রধান উপদেষ্টা পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী বলেন, প্রথমবার হলেও জেলা দাবা লিগ বেশ জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হচ্ছে।

দাবা উপ-কমিটির সভাপতি জাকির হোসেন বাবুল বলেন, জেলা দাবা লিগ দিয়ে আমরা শুরু করছি। পর্যায়ক্রমে ডিএসএ দাবা প্রতিযোগিতা এবং স্কুল দাবা প্রতিযোগিতার আয়োজন করা হবে।

জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও দাবা উপ-কমিটির সদস্য মানিক দত্ত বলেন, লিগ আয়োজন নির্বিঘ্ন করতে ইতোমধ্যে ১৫টি দাবা ঘড়ি ক্রয় এবং খেলার পরিচালক ৪ জন বিচারককে প্রশিক্ষণের জন্য বাংলাদেশ দাবা ফেডারেশনে চাহিদাপত্র পাঠানো হয়েছে। সুষ্ঠু এবং সফলভাবে জেলা দাবা লিগ আয়োজনের সকল কার্যক্রম এগিয়ে চলছে।