মেলান্দহে মাদরাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মির্জা আজম এমপি

মাদরাসা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মোনাজাত করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মো. মুত্তাছিম বিল্লাহ, মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলার পয়লা বানিয়াবাড়ী ফাজিল মাদরাসার চারতলা একাডেমিক ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেলান্দহ-মাদারগঞ্জ আসনের সংসদ সদস্য মির্জা আজম। ২৯ আগস্ট মাদরাসা প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্তিতি ছিলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, সহ-সভাপতি হাজী দিদার পাশা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আমিন চান, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সহ-সভাপতি হামিদুল ইসলাম, সম্পাদক মো. জিন্নাহ, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক এস এম গিয়াস উদ্দিন, আব্দুল জলিল কারিগরি কলেজের অধ্যক্ষ ও সাবেক চেয়ারম্যান আবু সাইদ সাদা।

আরও উপস্থিত ছিলেন- মাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একরামুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক ও পয়লা বানিয়াবাড়ী ফাযিল মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি আতাউর রহমান, মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ফারুক আহমেদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাসনাত সোহাগ, সম্পাদক শাহীনুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়।