নকলায় র‌্যাবের অভিযানে ৪টি তক্ষকসহ ব্যবসায়ী গ্রেপ্তার

গ্রেপ্তার তক্ষক ব্যবসায়ী। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে চারটি জীবিত তক্ষকসহ ব্যবসায়ী মো. লোকমান হাসানকে (২৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। লোকমান ওই গ্রামেরই মো. মমতাজ উদ্দিনের ছেলে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, পূর্বেই তক্ষক ব্যবসায়ীর অবস্থান জানতে পেরে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাবের আভিযানিক দল ২৩ আগস্ট সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেরপুরের নকলা উপজেলার ধনাকুশা পশ্চিমপাড়া জনৈক মো. ছাইফুলের মনোহারির দোকানের সামনে রাস্তা থেকে মো. লোকমান হাসানকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চারটি জীবিত তক্ষক ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

আসামির ভাষ্য মতে উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক মূল্য (১৪ ইঞ্চিটির মূল্য ৩০ লাখ + ১৩ ইঞ্চিটির মূল্য ২০ লাখ + ৬ ইঞ্চির দুটির মূল্য ২ লাখ) ৫২ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার লোকমানের বিরুদ্ধে নকলা থানায় মামলা দায়ের করা হয়েছে।