৯ আগস্ট থেকে নকলায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ টিকাদান শুরু

শফিউল আলম লাভলু, নকলা প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

৯ আগস্ট থেকে শেরপুরের নকলায় অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকার (কোভিশিল্ড) দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। ৮ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা সাংবাদিকদের এ তথ্য জানান।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, প্রথম ডোজ টিকা যে কেন্দ্র থেকে নেওয়া হয়েছে, দ্বিতীয়টিও একই কেন্দ্র থেকেই নিতে হবে। যাঁরা ইতিমধ্যে দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন, কিন্তু টিকা পাননি এবং যারা এখনো এসএমএস পাননি তারাও দ্বিতীয় ডোজের ওই টিকা নিতে পারবেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে টিকা গ্রহণের সময় অবশ্যই টিকা কার্ড ও তার ফটোকপি নিয়ে আসতে হবে। এ কার্যক্রম চলমান থাকবে।