দেওয়ানগঞ্জে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় জরিমানা

দেওয়ানগঞ্জে লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ১৪ দিনের কঠোর লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা ও স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪১ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানগুলো পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

দেওয়ানগঞ্জে লকডাউনে সরকারি বিধি-নিষেধ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেন উপজেলা প্রশাসনের নির্বাহী হাকিম এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ। ছবি : বাংলারচিঠিডটকম

৩১ জুলাই দুপুরে ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ জানান, ২৩ জুলাই থেকে উপজেলার পৌর শহর ও গ্রামগঞ্জে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। সরকারি বিধি-নিষেধ অমান্য ও স্বাস্থ্যবিধি না মানার কারণে উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতে ৬৮টি মামলা হয়েছে। এতে ৪১ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করে সরকারি রাজস্ব খাতে জমা দেওয়া হয়েছে। লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণও অব্যাহত রয়েছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সাথে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসান রাসেল, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির, পৌর মেয়র শাহনেয়াজ শাহান শাহ্ এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা।