জামালপুরে কঠোর লকডাউনে রাস্তা ফাঁকা

৩ জুলাই বিকেলে শহরের প্রধান সড়ক এভাবেই ফাঁকা দেখা যায়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সাতদিনের কঠোর লকডাউন জামালপুরের সর্বত্র পালিত হচ্ছে। ১ জুলাই থেকে শুরু হয়েছে সাতদিনের এ কঠোর লকডাউন। কঠোর লকডাউনে জামালপুর পৌরসভার প্রধান সড়কসহ সকল সড়ক ফাঁকা রয়েছে। শুধুমাত্র রিকশা ছাড়া আর কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি।

এদিকে কঠোর লকডাউন সর্বাত্বক কার্যকর করতে মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব, বিজিবি এবং সেনাবাহিনী। এছাড়া জরুরি কাজ ছাড়া যারা বাড়ির বাইরে বের হচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানছেন না তাদের করা হচ্ছে জরিমানা। এদিকে লকডাউন কার্যকর করতে সড়কগুলোতে পুলিশের গাড়ির টহল ছিল জোরদার।

৩ জুলাই বিকেলে সাতদিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনে জামালপুর পৌরসভার প্রধান সড়ক ছিল একেবারেই ফাঁকা। শুধুমাত্র ওষুধের দোকান, জরুরি পণ্যবাহী যানবাহন, অ্যাম্বুলেন্স ও চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যবহৃত যানবাহন চলাচল করেছে।