আফগানিস্তানের বোর্ড থেকে অব্যাহতি নবীকে

বাংলারচিঠিডটকম ডেস্ক ❑ আসন্ন আন্তর্জাতিক সূচির কথা মাথায় রেখে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সদস্যপদ থেকে অব্যাহতি পেয়েছেন দেশটির জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ নবী। এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে এসিবি।

নবীর স্থলাভিষিক্ত হচ্ছেন আফগানিস্তানের দিল্লির বর্তমান রাষ্ট্রদূত ফরিদ মামুন্দজাই।

বিবৃতিতে এসিবি জানায়, ‘আফগানিস্তানের আসন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত আন্তর্জাতিক সূচির কথা বিবেচনা করে মোহাম্মদ নবীকে বোর্ডের সদস্যের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আশা করা হচ্ছে, আসন্ন ম্যাচগুলোতে জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।’

গত আগস্টে বোর্ডের সদস্য হিসেবে নবীকে নিয়োগ দিয়েছিলো এসিবি।

আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১২৭টি ওয়ানডে এবং ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন নবী। টেস্টে ৩৩, ওয়ানডেতে ২৮১৭ ও টি-টুয়েন্টিতে ১৩৯৬ রান করেছেন ৩৬ বছর বয়সী নবী।