মাদারগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস

মাদারগঞ্জে ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় অবৈধভাবে বালু উত্তালনের দায়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২ মে বিকালে উপজেলার খরকা বিলে এ অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ধ্বংস করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবুল মনসুর।

সবার চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে রমরমা বালুর ব্যবসা করে আসছিল একটি চক্র। ড্রেজারে বালু তোলায় খরকা বিলের ধার ঘেঁসে ফসলি জমিগুলো হুমকির মুখে ছিল। ১ মে এ বিষয়ে একটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রচার হওয়ায় বিষয়টি ইউএনও এর নজরে আসে। তারই পেক্ষিতে এই এ অভিযান পরিচালনা করা হয়।

ইউএনও মুহাম্মদ আবুল মনসুর বলেন, অবৈধভাবে যারা বালু তুলবে তাদের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাফরোজা আক্তারসহ উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।