ইসলামপুরে সরকারি নির্দেশনা না মানায় ৪ দোকানে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় লকডাউন চলাকালীন সরকারি আদেশ অমান্য করে দোকান খোলা রাখায় ও মাস্ক পরিধান না করে ঘুরাফেরা করায় উপজেলার জারুলতলা ও গুঠাইল বাজারে ৪ জন দোকানীকে ভ্রাম্যমাণ আদালতে ৬ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

২৩ এপ্রিল গুঠাইল বাজার পরিদর্শনের সময় ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এস. এম. মাজহারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে ওই অর্থদণ্ড দেন। এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মাস্ক পড়াসহ স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম এস. এম. মাজহারুল ইসলাম জানান, সরকার ঘোষিত লক-ডাউন চলাকালীন জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।