ইসলামপুরে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে হাট-বাজার পরিদর্শন ইউএনও’র

হাট-বাজার পরিদর্শন করেন ইউএনও এস. এম. মাজহারুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম বিভিন্ন হাট বাজার পরিদর্শন করেছেন।

রমজান মাস উপলক্ষে ২৩ এপ্রিল উপজেলার সবচেয়ে বড় বাজার গুঠাইল বাজারে নিত্য-পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজারে পণ্যের দাম মনিটরিং করেন এবং পণ্যের দাম যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সে ব্যাপারে কাঁচা বাজার ব্যবসায়ী ও হাট ইজারাদার সাইফুল ইসলাম রাজুকে নির্দেশনা দেন এবং পিঁয়াজের বাজার ও শুকনা মরিচের বাজার ও মাংস, কাঁচা বাজার পরিদর্শন করেন।

এ সময় হাট ইজারাদার সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ওয়ারেস আলী, সাংবাদিক ওসমান হারুনী, লিয়াকত হোসাইন লায়ন ও শহিদুল ইসলাম কাজল উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. মাজহারুল ইসলাম জানান, লকডাউন ও পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।