মাদারগঞ্জ ফেরিঘাটের সম্ভাব্য রাস্তা নির্মাণের স্থান পরিদর্শনে মির্জা আজম

মাদারগঞ্জ ফেরিঘাটের সম্ভাব্য রাস্তা নির্মাণের স্থান পরিদর্শন করেন মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

৭ কিলোমিটার ভাঙ্গাচুরা, খানাখন্দকে ভরা বালিময় পথ পাড়ি দিয়ে বৈশাখের প্রচন্ড রৌদ্রকে উপেক্ষা করে ২১ এপ্রিল নিজে মোটরসাইকেল চালিয়ে মাদারগঞ্জ ফেরিঘাটের জন্য সম্ভাব্য নতুন রাস্তা নির্মাণের স্থান পরিদর্শন করলেন সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

পরিদর্শন শেষে মির্জা আজম এমপি জানান, এই সড়ক নির্মিত হলে খুব সহজে মাদারগঞ্জ ফেরিঘাট থেকে বগুড়ায় যাতায়াত করা যাবে। এ ছাড়া এই বিশাল চরাঞ্চলে উৎপাদিত সবজি, ভুট্টা, গম, ধান, মরিচ সহজে বাজারজাত করা যাবে।

তিনি বলেন, যুগ যুগ ধরে যমুনা নদীর অববাহিকায় গড়ে উঠা চরাঞ্চলের মানুষের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য ফেরাতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বদ্ধপরিকর। তাঁর প্রতিশ্রুতি মোতাবেক কাজ করে যাচ্ছি।

এই সময় জামালপুর জেলা পরিষদের সদস্য দৌলতজামান দুলাল, বিশিষ্ট ব্যাবসায়ী মির্জা সোহেল, প্রেসক্লাবের সভাপতি জাহিদুর রহমান উজ্জল, সাধারণ সম্পাদক জুলফিকার বাবলু, যুবলীগের সভাপতি ফরিদুল ইসলাম ও বগুড়ার কুর্ণিবাড়ী ইউপি চেয়ারম্যান আজহারুল ইসলাম সাথে ছিলেন।