মাস্ক বিতরণ ও স্বাস্থ্য সচেতনতায় মাঠে জামালপুরের যুব রেডক্রিসেন্ট

জামালপুরে যুব রেডক্রিসেন্টের কর্মসূচিতে মাস্ক বিতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে স্বাস্থ্যসচেতনতার প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি হাতে নিয়েছে যুব রেডক্রিসেন্টের সংগঠন সিনিয়র আরসিওয়াই এসোসিয়েশন জামালপুর জেলা শাখা। ৯ এপ্রিল বিকেলে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে পথচারী সাধারণ মানুষদের মাস্ক পরিয়ে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি।

স্বাস্থ্যসচেতনতার প্রচারণা ও মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার মেয়র ও সিনিয়র আরসিওয়াই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ছানোয়ার হোসেন, যুব রেডক্রিসেন্টের সাবেক যুব প্রধান ইকরামুল হক লিটন, জাকিউল ইসলাম খান টিপু, সাইফুল আলম খান লিপন, মো. আল আমীন, সাখাওয়াত হোসেন তপন, শফিকুল ইসলাম কাজলসহ যুব রেডক্রিসেন্টের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে যুব রেডক্রিসেন্ট সদস্যরা শহরের ফৌজদারি মোড়সহ শহরের বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এছাড়াও সবাইকে সঠিক নিয়মে মাস্ক পরা, সাবান দিয়ে হাত ধোয়া ও জনসমাগম এড়িয়ে চলাসহ করোনা মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শহরের বিভিন্ন স্থানে মাইকযোগে প্রচারণা চালান যুব রেডক্রিসেন্ট সদস্যরা।