বকশীগঞ্জে কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

ফিতা কেটে কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের উদ্বোধন করেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় যুব-যুবতীদের আত্মনির্ভরশীল গড়ে তোলা ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন ২০২১ উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে।

অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে ২৪ মার্চ দিনব্যাপী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা ফিতা কেটে ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও মুন মুন জাহান লিজা।

কর্মসংস্থানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনে বক্তব্য রাখেন ইউএনও মুন মুন জাহান লিজা। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম , উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের সুপারভাইজার সুশান্ত কুমার চক্রবর্তী সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, যুব-যুবতী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ক্যাম্পেইনের উদ্যোক্তাদের উৎপাদিত হস্তশিল্প প্রদর্শনী, কৃষিপণ্য প্রদর্শনী, মিষ্টি জাতীয় দ্রব্য, পোস্ট ই সেন্টার, ব্র্যাক, মুক্তিযোদ্ধা বিজ্ঞান ও প্রযুক্তি কলেজসহ ১০টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ।