সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী উদযাপিত

জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজোয় নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। ১৭ মার্চ সকালে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে হল মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদ, পৌর মেয়র মনির উদ্দিন, মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো ফজলুল করীম প্রমুখ।

আলোচনা শেষে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। পরে বঙ্গবন্ধুর ৭ মার্চের বক্তব্য ও চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।