দেওয়ানগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় স্বাধীনতার মহানস্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

১৭ মার্চ সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন. উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, ওসি মুহাম্মদ মহব্বত কবিরসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে খতমে কোরআন, দোয়া মাহফিল, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ইউএনও এ কে এম আব্দুল্লাহ বিন রশিদের সভাপতিত্বে বঙ্গবন্ধুর জন্ম, বাল্য ও শৈশবকালসহ রাজনৈতিক জীবনী নিয়ে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল রাকিবুল হাসান রাসেল, ওসি মুহাম্মদ মহব্বত কবির, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, স্থানীয় এমপির প্রতিনিধি মুক্তাকিম বিল্লাহ শিপন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসন, কালের কণ্ঠ প্রতিনিধি তারেক মাহমুদ।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অপরদিকে যথাযোগ্যের মধ্য দিয়ে পালন করেছে উপজেলা আওয়ামী লীগ। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল করিম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসলাম হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন আহম্মেদ, জাফর আলী মিস্টি, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিউল হক মান্না, পৌর আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ হারুন, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী জুয়েল, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাশেদা আফরোজ রিতু, শ্রমিকলীগের সভাপতি হাসমত আলী, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি গোলাম মোহাম্মদ লিটু, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ও ছাত্রলীগের যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান।