মাদারগঞ্জে আধুনিক শপিং কমপ্লেক্স উদ্বোধন

ফিতা কেটে শপিং কমপ্লেক্সের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দেশের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রার অংশ হিসাবে জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকায় ১২ মার্চ সকালে দুটি অত্যাধুনিক শপিং কমপ্লেক্স উদ্বোধন করলেন বাংলাদেশ আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।

খরকা ঝিলের পাশে মির্জা মোস্তফা চত্বরে মির্জা জিল্লুর রহমান শিপনের মালিকানাধীন তাহসিন কমপ্লেক্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মির্জা আজম বলেন, জননেত্রী শেখ হাসিনার আমলে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তার উৎকৃষ্ট উদাহরণ এই মাদারগঞ্জ।

তিনি আরো বলেন, এক যুগ আগে এই মাদারগঞ্জকে মানুষ যেভাবে চিনতো আজ তা নেই। সারা উপজেলা শহরে পরিণত হয়েছে। গড়ে উঠছে আধুনিক সব শপিং সেন্টার। তিনি বলেন, এই খরকা ঝিলকে কেন্দ্র করে গড়ে উঠবে বিনোদন ও বাণিজ্যিক কেন্দ্র।

মির্জা আজম বলেন, দুই তিন মাসের মধ্যে মাদারগঞ্জ-বগুড়া ফেরি চলাচলসহ প্রশস্ত রাস্তা নির্মাণ হবে। শেখ হাসিনা কম্পোজিট জুট মিল, পাট গবেষণা ও সেনা প্রশিক্ষণ কেন্দ্র হবে। এই সব কিছুর মধ্য দিয়ে পাল্টে যাবে মাদারগঞ্জ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল মনসুর, অরুন কুমার সাহা ও মির্জা জিল্লুর রহমান শিপন। এই শপিং কমপ্লেক্সে স্বদেশ সুইটস এর শোরুম উদ্বোধন করা হয়।

পরে বালিজুড়ি বাজারে রেজাবুদ্দৌলা চৌধুরীর মালিকাধীন চৌধুরী শপিং কমপ্লেক্স ও পরশমনি ফেমেলি শপ উদ্বোধন করেন মির্জা আজম এমপি। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী রেজাবুদ্দৌলা চৌধুরী, সাবেক চেয়ারম্যান ওবায়দ্দৌলাহ চৌধুরী সেলিম, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান রাজা প্রমুখ।