উন্নয়নশীল দেশে উত্তরণ: মাননীয় প্রধানমন্ত্রীকে বশেফমুবিপ্রবি ভিসির অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশের স্বীকৃতি অর্জনের জন্য বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

২৮ ফেব্রুয়ারি এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ পাওয়ার কৃতিত্ব জনগণকে উপহার দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি (প্রধানমন্ত্রী) এ কৃতিত্ব এই দেশের আপামর জনসাধারণের অর্জন বলে উল্লেখ করেছেন।

‘এই অর্জন আমাদের জন্য এক ঐতিহাসিক ঘটনা। এ অবস্থায় আমাদের সবার উচিত মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরও দৃঢ় করা, যাতে ২০৪১ সালের মধ্যে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি।’