দেওয়ানগঞ্জে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন

জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করেন সিভিল সার্জন প্রণয় কান্তি দাস। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষা ও কুষ্ঠ রোগ নির্ণয় জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জিন এক্সপার্ট মেশিন উদ্বোধন করেন জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আহসান হাবীব উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জেলা পরিষদের সদস্য আসলাম হোসেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শাহজাহান আকন্দ, আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক এস এম রায়হান হাবিব, চিকিৎসক সাব্বির আহম্মেদ, চিকিৎসা কর্মকর্তা রোগ নিয়ন্ত্রণ চিকিৎসক আশরাফুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান ছামিউল হক উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আহসান হাবীব জানান, এখন থেকে আর যক্ষা ও কুষ্ঠ রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য ময়মনসিংহ বা ঢাকা যেতে হবে না, দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সেই জিন এক্সপার্ট মেশিনের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করা যাবে।

এর আগে সিভিল সার্জন স্বাস্থ্য কমপ্লেক্সে কোভিড-১৯ এর টিকা বিতরণ পরিদর্শন করেন।