ইসলামপুরে হতদরিদ্ররা পেল টিউবওয়েল, কম্বল

হতদরিদ্রদের মাঝে কম্বল ও টিউবওয়েল বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নে হতদরিদ্র পরিবারের মাঝে টিউবওয়েল ও কম্বল বিতরণ করা হয়েছে।

১০ ফেব্রুয়ারি সাপধরী ইউনিয়নের হতদরিদ্র ২৫০ শীতার্ত পরিবারের হাতে কম্বল ও ৫০ পরিবারের হাতে টিউবওয়েল তুলে দেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি।

গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থ এইডস বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে কম্বল ও বিকে গ্লোবালাইজেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে সাপধরী ই্উনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, মন্ত্রীর একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, দুস্থ এইডস বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বিকে গ্লোবালাইজেশনের নাজমুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক লাল মিয়া, ওয়ারেছ আলী, চেয়ারম্যান জয়নাল আবেদীন, সিঙ্গাপুর প্রবাসী সবুজ মিয়া, বেলগাছা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহান শাহ বক্তব্য রাখেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সুধীজনরা উপস্থিত ছিলেন।