ইসলামপুরে করোনার টিকা কর্মসূচির উদ্বোধন

ইসলামপুরে করোনার টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় আনুষ্ঠানিকভাবে করোনা টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি সকালে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলাল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজনে কমপ্লেক্স চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাছের বাবুল, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, একান্ত সচিব দিদারে আলম মোহাম্মদ মাকছুদ চৌধুরী, ইসলামপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান শাহজাহানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে মুক্তিযোদ্ধা শাহ আলম ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক এ এম আবু তাহের প্রথম টিকা গ্রহণ করেন।

উপজেলায় প্রাথমিক পর্যায়ে ১৫টি কেন্দ্রে ৪ হাজর ৬৮৫ জনকে টিকা দেওয়া হবে।