বকশীগঞ্জে প্রশাসনের সাথে এসডিজি জেলা নেটওয়ার্কের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বকশীগঞ্জ ইউএনও’র সাথে মতবিনিময় করেন এসডিজি জেলা নেটওয়ার্কের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়নের লক্ষ্যে সরকারি পরিষেবাসমূহ কমিউনিটিতে পৌঁছে দিতে প্রশাসনের সাথে ২৮ ডিসেম্বর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসডিজি জেলা নেটওয়ার্কের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বকশীগঞ্জ থানার ওসি ও উপজেলা সমবায় কর্মকর্তার সাথে পৃথক পৃথকভাবে মতবিনিময় করেন।

এসডিজি জেলা নেটওয়ার্কের সদস্যরা মতবিনিময়কালে গণতান্ত্রিক সুশাসনের জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে এসডিজি বাস্তবায়নে যেসব কাজ করা হচ্ছে তা নিয়ে তারা আলোচনা করেন। পাশাপাশি উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের কার্যক্রম নিয়ে প্রশাসনের সাথে মতবিনিময় করেন।

উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়কালে ইউএনও মুন মুন জাহান লিজা সরকারি সেবাসমূহ পৌঁছে দিতে এসডিজি জেলা নেটওয়ার্কের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সরকারের নির্দেশনা বাস্তবায়ন ও পিছিয়ে পড়া মানুষের সেবা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান ইউএনও মুন মুন জাহান লিজা।

বকশীগঞ্জ থানার ওসির সাথে মতবিনিময় করেন এসডিজি জেলা নেটওয়ার্কের সদস্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

অপরদিকে বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ করা, শিশু নির্যাতন বন্ধ ও বয়স্ক, অস্বচ্ছল ও প্রতিবন্ধীদের সেবা নিশ্চিত করতে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।

এছাড়াও উপজেলা সমবায় কর্মকর্তার সাথে মতবিনিময়ককালে এসডিজি নেটওয়ার্কের সদস্যরা এসডিজি জেলা নেটওয়ার্ককে রেজিষ্ট্রেশনের আওতায় নিয়ে আসতে সমবায় কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেন এবং জেলা নেটওয়ার্ককে আর্থিক প্রতিষ্ঠানে রূপান্তর করতে জেলা নেটওয়ার্ককে পরামর্শ দেন।

মতবিনিময়কালে এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, এসডিজি জেলা নেটওয়ার্কের সদস্য তাহমিনা আক্তার পাখি, জেলা নেটওয়ার্কের সদস্য আশরাফ আলী, উপজেলা যুব নেটওয়ার্কের সভাপতি রকিবুল হাসান বিদ্রোহী, শাহ সুলতান আক্তার আলী ও রুস্তম আলী উপস্থিত ছিলেন।