দায়িত্ব নিলেন নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সোহেল রানা

পাররামরামপুর ইউপি চেয়ারম্যান সোহেল রানা

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২৪ ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয় সমন্বয় কমিটির সভা ও আলোচনা সভার মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করেন তিনি। প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন দায়িত্ব হস্তান্তর করেন।

পরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের মহিলা সদস্য শিল্পী বেগম, ইউপি সচিব ফজলুল হক, ইউপি সদস্য ফজল হক, ফুলচান, আওয়ামী নেতা আক্কাস আলী, শহিদুর রহমান, ছাত্রলীগ নেতা ইকরামুল হক।

আলোচনা সভায় নবনির্বাচিত চেয়ারম্যান সোহেল রানা বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনাদের সেবক ও গোলাম হয়ে আপনাদের সেবা করতে চাই। তাই আপনাদের কাছে আমি সহযোগিতা কামনা করি।

এর আগে ২০ ডিসেম্বর জেলা প্রশাসকের দপ্তরে শপথ গ্রহণ করেন তিনি।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউপি সচিব, আওয়ামী নেতা ও সাধারণ মানুষ তাকে সংবর্ধনা দেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট কারচুপির নির্বাচনী ট্রাইবুন্যালের নির্বাচনী মোকদ্দমা নং-২৭/২০১৬ এর ৮ মার্চ ২০১৮ তারিখের আদেশ ও নির্বাচনী আপিল ট্রাইবুন্যালের নির্বাচনী আপিল নং-০৩/২০১৮ এর ৩ এপ্রিল ২০১৮ তারিখের আদেশ এবং হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১০৭৫৯/২০১৮ এর ২৩ এপ্রিল ২০১৯ ইং তারিখের আদেশের প্রেক্ষিতে ৫ ডিসেম্বর পুনঃনির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোহেল রানা আনারস প্রতীক নিয়ে ৬ হাজার ৮৩৪ ভোটে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আল-লেমন মোহাম্মদ আসাদুজ্জামান লেমন ঘোড়া প্রতীকে ৬ হাজার ৪৭৪ ভোট পান।