মেলান্দহে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ

বীজ বিতরণ করেন বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন। ছবি: বাংলারচিঠিডটকম

মেলান্দহ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়েছে। ১২ নভেম্বর বেলা ১১টায় উপজেলার নাংলা ইউনিয়নের চারাইলদার গ্রামে বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বীজ বিতরণ উদ্বোধন করেন- আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত ধান-গম-পাট বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ প্রকল্পের পরিচালক এবং বিসিএস কৃষি অ্যাসোসিয়েশনের সভাপতি মোয়াজ্জেম হোসেন।

ময়মনসিংহ কৃষি অধিদপ্তরের মনিটরিং কর্মকর্তা রিজওয়ানুল বারী রনি, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফয়সাল আহমেদ, দুরমুঠ ইউপি চেয়ারম্যান সৈয়দ খালেকুজ্জামান জুবেরিসহ গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এরপর দুরমুঠ গ্রামে মাঠ দিবসের আলোচনায় অংশ নেন অতিথিবৃন্দ।

প্রতিজন কৃষককে ১ কেজি করে মোট ১ হাজার কৃষকের মাঝে ১ মেট্রিক টন উন্নতজাতের হীরা-১২ ধান বীজ বিতরণ করা হয়।