ইসলামপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশের ন্যায় জামালপুরের ইসলামপুর উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। ৪ অক্টোবর সকালে উপজেলা হাসপাতাল চত্বরে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. মাজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক এ. এ. এম. আবু তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জানা গেছে,উপজেলায় ২৮৮টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ৬-১১ মাস বয়সী ৫ হাজার ২৪৭ জন শিশুকে, ১২-৫৯ মাস বয়সী ৫২ হাজার ৬১৬ জন শিশুকে এবং প্রতিবন্ধী ৬-১১ মাস বয়সী ১৯ জন শিশুকে ও ১২-৫৯ মাস বয়সী ১০৪ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।