বকশীগঞ্জে পেঁয়াজের মূল্য বৃদ্ধি রুখতে বাজার মনিটরিংয়ে ইউএনও

বাজার মনিটরিং করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পেঁয়াজের মূল্য বৃদ্ধিসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি রুখতে বাজার মনিটরিং করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা বাজার মনিটরিং কমিটির সভাপতি আ. স. ম. জামশেদ খোন্দকার পৌর শহরের কাঁচা বাজার, পেঁয়াজের বাজারসহ নিত্য পণ্যের বাজার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার ব্যবসায়ী, আড়ত মালিক ও দোকান মালিকদের সাথে পেঁয়াজের মূল্য নিয়ে কথা বলেন। তিনি এসময় হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের নাম করে যদি কোন অসাধু ব্যবসায়ী পেঁয়াজের দাম বৃদ্ধি করে বা বিক্রি করেন তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ইউএনও আ. স. ম. জামশোদ খোন্দকার প্রত্যেক ক্রেতার নিকট ২ কেজি পর্যন্ত পেঁয়াজ বিক্রি এবং প্রত্যেক ব্যবসায়ী ক্রেতার কাছে পণ্য বিক্রির রশিদ বা ভাউচার সরবরাহের জন্য নির্দেশনা দেন।