ঈদে শিশুদের আনন্দ দিতে শেরপুর পৌরসভা বসালো হানি সুইয়িং

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

ঈদুল আযহাকে সামনে রেখে শেরপুর পৌরসভা কর্তৃপক্ষ ৫ লাখ টাকা ব্যয়ে নতুন একটি রাইড (হানি সুইয়িং) স্থাপন করেছে। ঈদে শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে ২৭ জুলাই সন্ধ্যায় শহরের দারোগ আলী পৌর পার্কে ওই রাইডটি বসানোর পর ট্রায়াল দেওয়া হয়েছে। ২৮ জুলাই সকালে শেরপুর পৌরসভার ফেসবুক পেইজে এই তথ্য নিশ্চিত করা হয়।

শেরপুর পৌরসভার ফেসবুক পেইজে বলা হয়, করোনার এই সংকটকালে পৌরসভায় অর্থ সংকট রয়েছে। অন্যদিকে ট্রাকসহ বিভিন্ন টোল আদায়ও বন্ধ। এই সংকটের মধ্যেই শিশুদের কথা মাথায় রেখে, শেরপুর চিলড্রেন কর্নারে প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে নতুন একটি রাইড (হানি সুইয়িং) স্থাপনের কাজ শেষ হয়েছে গত সন্ধ্যায়। বড়দের বসিয়ে তার ট্রায়াল হয়ে গেল। শেরপুর পৌর এলাকার সকল শিশুদের জন্য আগাম ঈদ শুভেচ্ছা।