বকশীগঞ্জে বন্যার্তরা পেল চাল, শুকনো খাবার

চাল ও শুকনো খাবার বিতরণ করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মেরুরচর ইউনিয়নের মাইছানিররচর চর, মাদারের চরসহ বিভিন্ন গ্রামের বন্যা কবলিত বানভাসিদের মাঝে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

২৪ জুলাই বিকালে নৌকাযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার ৪০০ পরিবারকে চাল ও শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় মেররুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, ইউপি সদস্য আতাউর রহমান টিক্কা, সাহিদা বেগম উপস্থিত ছিলেন।