ইসলামপুরে যমুনা ভাঙ্গন কবলিত এলাকার হতদরিদ্ররা পেল প্রধানমন্ত্রীর উপহার

হতদরিদ্রদের হাতে অনুদানের অর্থ তুলে দেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের দেওয়া নগদ অনুদান জামালপুরের ইসলামপুর উপজেলার যমুনা নদী ভাঙ্গন কবলিত এলাকায় কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি ও সাপধরি ইউনিয়নের হতদরিদ্র ১০০ পরিবারের মাঝে এক হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

২৪ মে দুপুরে গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল যমুনার পারের হতদরিদ্রদের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক এসএম জাহাঙ্গীর আলম, সহ-দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, আব্দুল মালেক, আব্দুল সালাম ও ওবায়দুল হক বাবু উপস্থিত ছিলেন।