ইসলামপুরে কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে প্যানেল মেয়র অংকন কর্মকার

কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্তদের বাড়ি পরিদর্শন করে নিজস্ব তহবিল থেকে নগদ এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন পৌর প্যানেল মেয়র অংকন কর্মকার। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলমাপুর পৌর শহরে কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন পৌর প্যানেল মেয়র অংকন কর্মকার ।

১৭ মে বিকালে তিনি পৌর এলাকার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের, তেঘুরিয়া, মোশারফগঞ্জ, টংগের আগলা ও ধর্নাপাড়ায় কালবৈশাখী ঝড়ের তান্ডবে ক্ষতিগ্রস্ত লন্ডভন্ড ঘরবাড়ি পরিদর্শন করে তাৎক্ষণিক নিজের অর্থায়নে ক্ষতিগ্রস্ত ১৮টি পরিবারকে নগদ এক হাজার করে টাকা সহায়তা প্রদান করেন।

উল্লেখ যে, ১৬ মে দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় উপর দিয়ে বয়ে যাওয়া ঝড়-হাওয়ায় পৌরশহরের টংগের আগলা, মোশাররফগঞ্জ, তেগুরিয়া ও বোয়ালমারী এলাকার অনেক মানুষের ঘরের চাল উড়ে যায়। এতে কয়েকটি পরিবার খোলা আকাশের নিচে বসবাস করছেন। এছাড়াও গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়।