জামালপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

জামালপুরে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন, দরিদ্র ও দুঃস্থ এসব মানুষের পাশে দাঁড়িয়েছে যমুনা ব্যাংক ফাউন্ডেশন।

১৩ মে জামালপুর পৌর এলাকার মুকুন্দবাড়ী, বন্দেরপাড়া ও হরিজন পল্লীর বাড়িতে বাড়িতে গিয়ে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে এবং অর্থায়নে ৮২০ পরিবারের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হয়। জামালপুর পৌরসভার ২ ও ৬ ওয়ার্ডে এসব পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল, দুই কেজি করে ডাল ও তিন কেজি করে আলু দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দিন, করোনাভাইরাস মনিটরিং সেলের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার মো. জাহিদুল ইসলাম, যমুনা ব্যাংক জামালপুর শাখা ব্যবস্থাপক আব্দুল আল মামুন ও সহকারী ব্যবস্থাপক সাইফুর রহমান,  সোনালী ব্যাংক জামালপুর শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. এনামুল হক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু  প্রমুখ।