চর আমখাওয়ায় ইউনিয়নের ফেরিওলাদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
করোনাভাইরাসের সময় লকডাউন চলায় ক্ষতিগ্রস্ত জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া ২৪০ জনসহ সারা ইউনিয়নে ৩৫০ জন ফেরিওলাদের মধ্যে ১০ কেজি চাল ও দেড় কেজি করে আলু বিতরণ করা হয়। ১১ এপ্রিল চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের ব্যাপারীপাড়া এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণ করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল মান্নান। এ সময় উপস্থিত ছিলেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদ ৪ নম্বর ওয়ার্ড সদস্য সিরাজুল ইসলাম ও অফিস সহকারী মোকদম আলী, সাকোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান রাজা, আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান. সাংবাদিক বোরহানউদ্দিন ও মোস্তাইবিল্লা।
ত্রাণ বিতরণের সময় বক্তাগণ করোনাভাইরাসের প্রাদূর্ভাব সম্পর্কে জনগণকে সচেতন করেন, যার যার বাড়িতে অবস্থানের জন্য বলেন। নিজে করোনাভাইরাস থেকে বাচুঁন, দেশকে বাচাঁন।