জামালপুরে খেটে খাওয়া মানুষের মাঝে পৌরসভার ত্রাণ বিতরণ

ত্রাণ সামগ্রী বিতরণ করেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস প্রতিরোধে সবকিছু বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়া খেটে খাওয়া দরিদ্র মানুষের মাঝে ত্রাণের চাল বিতরণ অব্যাহত রেখেছে জামালপুর পৌরসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনাভাইরাসের কারণে শহর ও গ্রামে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরণের কার্যক্রমের অংশ হিসেবে জামালপুর পৌরসভার উদ্যোগে এই ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে।

২ এপ্রিল সকালে জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রতিজনকে দেওয়া ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল ১০ কেজি, সাবান একটি ও একটি করে মাস্ক। এ সময় জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মণি বলেন, করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধনী দিনে জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি ছাড়াও সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম জান্নাতুল ফেরদৌস হ্যাপী, সহকারী কমিশনার ও নির্বাহী হাকিম এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ও বিভিন্ন ওয়ার্ডে কাউন্সিলরবৃন্দ উপস্থিত থেকে ত্রাণ বিতরণ করেন।