বকশীগঞ্জে করোনাভাইরাস সচেতনতায় ব্র্যাকের মাইকিং

বকশীগঞ্জে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালায় ব্র্যাক। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচার-প্রচারণা চালাচ্ছে বেসরকারি সংস্থা ব্র্যাক।

২৮ মার্চ ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের উদ্যোগে মাইকিংয়ের মাধ্যমে বকশীগঞ্জ পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে এই প্রচারণা চালানো হয়।

লোকসংগীত শিল্পী কুদ্দুস বয়াতির পরিবেশিত সচেতনতামূলক বিভিন্ন গান ও সচেতনামূলক বিভিন্ন শব্দ ব্যবহার করে প্রতিদিনই এই প্রচারণা চালানো হচ্ছে।

এছাড়াও করোনাভাইরাস প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করা, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বের হওয়া, মুখে মাস্ক ব্যবহার করা, সাবান দিয়ে বেশি বেশি হাত ধোয়াসহ বিভিন্ন কায়দায় জনসাধারণকে সচেতন করা হচ্ছে।

ব্র্যাকের বকশীগঞ্জ এলাকা কার্যালয়ের এলাকা ব্যবস্থাপক (দাবি) আমজাদ হোসেন জানান, বকশীগঞ্জ ব্র্যাকের এলাকা কার্যালয়ের উদ্যোগে প্রতিদিনই করোনাভাইরাস সম্পর্কে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। প্রতিদিন ৫টি অটোরিকশায় করে মাইকিংয়ের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।