সরিষাবাড়ীতে অবৈধ ড্রেজার মেশিন পুড়িয়ে দিল প্রশাসন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন পুড়ানো হয়েছে। ২৫ মার্চ সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া এলাকায় অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ বালু উত্তোলনের সরঞ্জাম পুড়িয়ে দেন।

জানা গেছে, পারপাড়া এলাকায় ঝিনাই নদীতে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে সংঘবদ্ধ প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করছিল। প্রশাসনের অনুমতি ছাড়াই চক্রটি বালুর ব্যবসার করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিলেও নদীর তীড়, এলাকার বাড়িঘর, গাছপালা ও ফসলী জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এ নিয়ে এলাকাবাসী বারবার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ২৫ মার্চ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ ঘটনাস্থলে অভিযান চালিয়ে একটি ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের সব সরঞ্জাম পুড়িয়ে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ জানান, ঘটনাস্থলে জড়িত কাউকে পাওয়া না যাওয়ায় জেল-জরিমানা করা যায়নি। তবে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে।