বকশীগঞ্জে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় ছয় ব্যবসায়ীকে জরিমানা

বকশীগঞ্জে চালের মূল্য বৃদ্ধির খবর পেয়ে বিভিন্ন আড়তে অভিযান পরিচালনা করেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় করোনাভাইরাস নিয়ে আতঙ্কের মধ্যে মানুষের কাছে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ২১ মার্চ দুপুরে ছয় ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম আ. স. ম. জামশেদ খোন্দকার দুপুরে পৌর শহরে চালের আড়ত, পেঁয়াজের বাজার ও কাঁচা বাজারে অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, করোনাভাইরাসের আতঙ্কের মধ্যে ভোক্তাদের কাছ থেকে চাল, পেঁয়াজ ও নিত্যপণ্যের মূল্য বেশি নেওয়ার খবর পেয়ে অভিযানে নামেন ইউএনও আ. স. ম. জামশেদ খোন্দকার। অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পেয়ে ছয়জন ব্যবসায়ীকে মোট নয় হাজার হাজার টাকা জরিমানা করেন তিনি।

এছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়।