করোনাভাইরাস সংক্রমণ রোধে শেরপুরের পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা

নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কের ফটক। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস সংক্রমণ রোধে আগামী ৩১ মার্চ পর্যন্ত শেরপুরের ঝিনাইগাতীর গজনী অবকাশ ও নালিতাবাড়ীর মধুটিলা ইকোপার্কসহ জেলার সকল বিনোদন ও পর্যটন কেন্দ্রগুলোতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে শেরপুর জেলা প্রশাসন। সেই সাথে পর্যটন কেন্দ্রগুলোর সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনাও দিয়েছে প্রশাসন।

একই সাথে জেলার সকল আবাসিক হোটেলগুলোতে বহিরাগতদের জন্য কক্ষ বুকিং বন্ধ রাখতেও বলা হয়েছে। ১৯ মার্চ সকালে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

অন্যদিকে করোনা ইস্যুতে জনসচেতনতা সৃষ্টির লক্ষে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সংগঠনের মাধ্যমে প্রচারপত্র বিতরণ ও মাইকিং করা হচ্ছে।