নাকুগাঁও স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা

শেরপুরের নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর। ছবি : বাংলারচিঠিডটকম

সুজন সেন, নিজস্ব প্রতিবেদক, শেরপুর
বাংলারচিঠিডটকম

করোনা ভাইরাস সতর্কতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর দিয়ে ভারতগামী যাত্রী পারাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। ১৩ মার্চ এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।

নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আহমেদ জানান, ১৩ মার্চ বিকেল থেকে দেশের অন্যান্য বন্দরের মতো এ বন্দর দিয়েও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, ইটালিফেরত দু’জন ও চীনফেরত এক প্রবাসীকে তাদের নিজ বাড়িতে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া করোনা সম্পর্কে সচেতনতা বাড়াতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে মাইকে সতর্কতামূলক প্রচারণা ও প্রচারপত্র বিরতণ করা হচ্ছে।