আরামনগর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই ব্যবসায়ীকে জরিমানা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ২৭ ফেব্রুয়ারি দুপুরে উপজেলার পৌর এলাকার আরামনগর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম শিহাব উদ্দিন আহমদ জানান, অভিযানে আরামনগর বাজারে জহুরুল ইসলামের চাউলের দোকানে পলিথিন ব্যাগ ব্যবহারের দায়ে পরিবেশ সংরক্ষিত আইন ২০১০ এর (ক) ধারায় ৩ হাজার টাকা ও নজরুল ইসলামের ওষুধের দোকানে সনদ না থাকায় মৎস ও পশুখাদ্য আইন ২০২০ এর ২০ ধারায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় মাংস বিক্রেতাদের ডেকে সকল আইন মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়। সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে মূল্যতালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।