তারাটিয়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত

তারাটিয়ায় সমাবেশে বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের তারাটিয়া আলহাজ লাল মামুদ উচ্চ বিদ্যালয় মাঠে দেওয়ানগঞ্জ মডেল থানার উদ্যোগে সন্ত্রাস, মাদক, বাল্যবিয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

পাররাম রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফজলে রাব্বী জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তারাটিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) ফরহাদ আলী, তারাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তালেব, প্রধান শিক্ষক রুহুল আমীন, তারাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সহকারী শিক্ষক হারুন অর রশিদ, আবুল হাসেম, মোজাফফর, ইদ্রিস আলী সরকার, মৌসুমী আক্তার, রাশেদা বেগম, একরামুল মন্ডল, গোলাম কিবরিয়া, শহিদুল্লাহ প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন ওয়ালিয়ার রহমান।

বক্তারা বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক প্রতিরোধে করণীয় সম্পর্কে বক্তব্য রাখেন।

সমাবেশের প্রধান অতিথি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম মাদকদ্রব্যের কুফল ও বিভিন্ন খারাপ দিক তুলে ধরে বিভিন্ন আইনি পরাপমর্শ দিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে মাদক বিক্রি ও সেবন বন্ধ করতে হবে। মাদক ও জুয়া খেলার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে সমাজের পুলিশকে সহযেগিতা করতে হবে। তিনি সমাজের কোথাও কোনো প্রকার যৌন হয়রানি বা অপরাধের লক্ষণ দেখলেই হেল্পলাইন ফোন নম্বর ৯৯৯-এ ফোন করার জন্য শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণকে পরামর্শ দেন।