সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

বাংলারচিঠিডটকম ডেস্ক : সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, খুলনা, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় এবং ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় একইভাবে বৃষ্টি হতে পারে।

এর ফলে সারাদেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপামাত্রা অপরিবর্তিত থাকবে।

আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ের শেষের দিকে আবহাওয়ার উন্নতি হতে পারে।

এদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইতোমধ্যে বৃষ্টির খবর পাওয়া গেছে।