জামালপুরে সাপ্তাহিক নকশি হাটের উদ্বোধন

ফিতা কেটে জামালপুরে নকশি হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

এম আলমগীর, জামালপুর
বাংলারচিঠিডটকম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষে জামালপুর জেলার হস্তশিল্প পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে সাপ্তাহিক নকশি হাটের উদ্বোধন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি সকালে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে জামালপুর জেলা প্রশাসন সাপ্তাহিক নকশি হাটের উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করে।

জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবির উদ্দীন’র সভাপতিত্বে নকশি হাটের উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও নকশি হাটের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, অতিরিক্ত জেলা হাকিম তৌহিদ-বিন-হাসান প্রমুখ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর জেলা দোকান মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান চৌধুরী, হস্তশিল্প ব্যবসায়ী সমিতি জামালপুরের যুগ্ম-আহ্বায়ক ও নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি মো. শাহীনুর আলম, চিকিৎসক সাঈদা আক্তার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোকলেছুর রহমান, জামালপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান, হস্তশিল্প ব্যবসায়ী সমিতি জামালপুর এর যুগ্মআহ্বায়ক মো. সম্রাট, সদস্য আব্দুল ওয়াদুদসহ জেলার সকল হস্তশিল্প ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা করেন নির্বাহী হাকিম আব্দল্লাহ আল রনি।

সাপ্তাহিক নকশি হাটের পরিচালনায় থাকবে জামালপুর জেলা প্রশাসন ও সার্বিক সহযোগিতা করবে জেলা হস্তশিল্প ব্যবসায়ী সমিতি বলে সূত্র জানায়।