জামালপুর শিল্পকলায় মঞ্চস্থ হলো ‘মহাবিদ্যা’

শিল্পকলা একাডেমি মঞ্চে পরিবেশিত হয় নাটক ‘মহাবিদ্যা’। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জাতীয় নাট্য উৎসব উপলক্ষে জামালপুর জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে আলোচনাসভা ও নাটক মঞ্চস্থ হয়েছে। ১৭ ফেব্রুয়ারি রাতে জামালপুরের নাট্য সংগঠন অমৃত থিয়েটার এ অনুষ্ঠানের আয়োজন করে।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় নাট্য উৎসবের আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আব্দুল্লাহ আল মামুন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মাহমুদুল আলম শুভ, প্রভাষক ড. আল মামুন সরকার ও প্রভাষক নামজমুল হুদা, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য শাহাদাত হোসেন নীলু ও ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য শরিফ মাহফুজুল হক আপেল, আমরা মুক্তিযোদ্ধা সন্তান জেলা শাখার সভাপতি শাহজাদা হোসেন আকন্দ প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন ফারজানা কুদ্দুছ বাঁধন।

জাতীয় নাট্য উৎসবের আলোচনা সভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভা শেষে অমৃত থিয়েটারের পরিবেশনায় শিল্পকলা একাডেমি মঞ্চে মঞ্চস্থ হয় মনোজ মিত্র রচিত নাটক ‘মহাবিদ্যা’। নাটকটির নির্দেশনায় ছিলেন অমৃত থিয়েটারের সভাপতি মুক্তা আহমেদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মুক্তা আহামেদ, বাহাউদ্দিন খান, কবির হোসেন, মনির হোসেন, এমরান হোসেন ও শহীদুল্লাহ ভুট্টু। বিপুল সংখ্যক দর্শক নাটকটি উপভোগ করেন।