
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে। এর আগেই শিক্ষা মন্ত্রণালয় ২৫ জানুয়ারি থেকে দেশের সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনা দিয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সেই নির্দেশনা বাস্তবায়নের জন্য জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সকল কোচিং সেন্টার বন্ধ রাখার আহ্বান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ. স. ম. জামশেদ খোন্দকার।
২০ জানুয়ারি তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, এসএসসি ও সমমান পরীক্ষা চলাকালীন সময়ে কোচিং সেন্টারগুলোর কার্যক্রম বন্ধ রাখতে প্রতিষ্ঠান প্রধানকে শিগগিরই চিঠি দেওয়া হবে।
সরকারি নির্দেশনার পরও যদি কোন কোচিং সেন্টার চালু রাখা হয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
 
																			 
																		 
										 বাংলার চিঠি ডেস্ক :
																বাংলার চিঠি ডেস্ক :								 









