নকলায় ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত

নকলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি-৩য় পর্যায়ের প্রকল্পের আওতায় নকলা উপজেলাধীন সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সদস্য ও গ্রামকর্মীদের নিয়ে যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর দুপুরে উপজেলার বিআরডিবি মিলনায়তনে উপজেলা সমবায় কার্যালয় এ যৌথ সভা ও ই-প্রশিক্ষণের আয়োজন করে।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. বাহা উদ্দিন, বিআরডিবি কর্মকর্তা মো. মোসারফ হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মকবুল হোসেন ও উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক আব্দুর রহিম প্রশিক্ষক হিসেবে অংশ নেন।

এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ২০টি সমিতির ৬০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

উপজেলা সমবায় কর্মকর্তা মো. বাহা উদ্দিন জানান, প্রতিমাসে সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচির ৬০টি সমিতির ১৮০ জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণ দেওয়া হয়।